নিজের তৈরি সত্যিকারের বিমান আকাশে উড়ালেন চট্টগ্রামের যুবক আশির (cia plane- 02)
চট্টগ্রাম জেলার , বাসখালী উপজেলারমোঃ আশির আহমেদ বিমানটি তৈরি করেন।
ইতিমধ্যে তিনি অনেকগুলো বিমান,রুবট এবং ড্রোন তৈরি করেছেন,
উনার কাজে উনি বর্তমানে অনেকটা সফল।আর তারি প্রেক্ষিতে একটি বিশাল আকারের বিমান তৈরি করেছেন তিনি।যার নামকরণ কিরেছেন তিনি cia plane - ০২।
আশির বলেন - ইতিমদ্যে ২০০ টিরও বেশি মডেলের বিমান তৈরি করেছেন তিনি। আর তার কাজ বিভিন্ন মিডিয়াও দেখানো হয়েছিলো। এবং এরপর সবার দুয়াতে তিনি বিভিন্ন দেশ থেকে রেস্পন্স পেয়েছেন তিনি তার এই কর্মকান্ডের।
তিনি আরো বলেন দেশের টানে তিনি বিহিরে যাচ্ছেন, যাতে তার এই কাজের মাধ্যমে দেশের সুনাম অর্জন হয় বহিরবিশ্বে।
বর্তমানে তিনি বঙ্গবন্ধু এবিয়েশন ইউনিভার্সিটির অধীনে কাজ করছেন বলে জানান তিনি।
তিনি বলেন তার এই বিমান শুধু বাসখালী নয় বাংলাদেশের মধ্যে তৈরি সর্ব বৃহৎ বিমান এটি। cia plane এটি সাধারণতো ফ্লায়িং বোট নামে পরিচিত, যা...দক্ষিণ এশিয়া, মালোয়েশিয়া এবং বিশ্বের অন্যা আরো অনেক দেশে এর প্রচলন অনেক বেশি।
এই বিমানটির বিশেষত্ব হলো এটি যেকোন পানিবাহিত অঞ্চল থেকে টেইকঅফ করবে এবং পানিতে ভেসে চলবে।
বিমানটি তৈরী করতে মেটেরিয়াল হিসেবে বডি তৈরিতে অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইভার ব্যবহার করা হয়েছে,এবং পাওয়ার সেকশনে ব্যবহার করা হয়েছে ২টি ১০ হর্স পাওয়ারের মোটর যা ৬০ কেজি ওজন পর্যন্ত টেকঅফ করতে পারবে।
বিমানের কন্ট্রোল সার্ভিস হিসেবে বিশ্বমানের অত্যাধুনিক এলোরাল ব্যবহার করা হয়েছে যা বিশ্বের সব কয়টি বিমানে ব্যবহার করা হয়েছে।
এই বিমানটি তৈরি করতে প্রায় দেড় মাসের মতো সময় লেগেছে বলে জানান তিনি।