ব্যাবিলন’ এর ট্রেইলার প্রকাশ, প্রশংসার জুয়ারে ভাসছেন- (ব্রাড পিটার)পুরো নেট দুনিয়া জুড়ে

1 minute read
0

‘ব্যাবিলন’ এর ট্রেইলার প্রকাশ, প্রশংসার জুয়ারে ভাসছেন- (ব্রাড পিটার)পুরো নেট দুনিয়া জুড়ে




বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র... ‘ব্যাবিলন’(Babylon) এর ট্রেইলার প্রকাশ হয়েছে। ব্র্যাড পিট, মারগট রবি ও টবি ম্যাগুয়ার অভিনীত সিনেমার ট্রেইলারটি বেশ উত্তেজনাপূর্ণ দেখাচ্ছে। মারগট এবং পিট যারা পূর্বে কুয়েন্টিন ট্যারান্টিনোর ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’-এ তারা হলিউডের ৮০র দশকের দৃশ্য এখানে ফুটিয়ে তুলেছিলেন, আবারো এই সিনেমায়  ১৯২০ এর দশকের শিল্পের স্বাদ দর্শকদের দিতে চলেছেন তারা ।

হলিউডের এমন একটি সময়কে ফুটিয়ে তুলেছে ব্যাবিলন সিনেমাটি যখন নীরব চলচ্চিত্রের যুগ থেকে প্রতিস্থাপিত হয়েছিলো হলিউড টকিজে ।




একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা হিসেবে অভিনয় করেছেন যেখানে ব্র্যাড -রবি চলচ্চিত্রে সেই সময়ের একজন বড় চলচ্চিত্র তারকার ভূমিকায় অভিনয় করেছেন তিনি ।

সিনেমাটি ১৯২০ এর দশকের লস অ্যাঞ্জেলেসের একটি প্রেক্ষাপটকে ঘিরে তৈরি হয়েছে যখন হলিউড ছিল বিরতিহীন পার্টি করা এবং অতিরিক্ত উশৃঙ্খল জীবনযাপন করার কেন্দ্রবিন্দু। পিট এবং রবি ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ডিয়েগো কেলবা , টবি মেগুয়ার, অলিভিয়া ওয়াইল্ড এবং সেমারা ওয়েভিং।


"ব্যাবিলন "পরিচালনা করেছেন ‘লা লা ল্যান্ড’ খ্যাত পরিচালক ড্যামিয়েন শ্যাজেল। সিনেমাটি মার্কিন যুক্তরাষ্ট্রে ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং পরবর্তীতে ৬ জানুয়ারি এটি বড় পরিসরে বিশ্বজুড়ে মুক্তি পাবে।




Post a Comment

0Comments
Post a Comment (0)