৯৪ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতের ১৮ পদে মোট ৯৪ জনকে নিয়োগ দেবে। আবেদন গ্রহণ ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় শুরু হয়ে চলবে আগামী ৬ অক্টোবর ২০২২ পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা: জিআইএস স্পেশালিষ্ট-১, সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)-১৫, সহকারী পরিচালক (অর্থ)-৩, সহকারী প্রকৌশলী-৫, অর্থনীতিবিদ-১, সহকারী প্রোগ্রামার-১, উপ-সহকারী প্রকৌশলী-৩৪, সহকারী হিসাবরক্ষক-৩, ওয়্যারলেস টেকনিশিয়ান/ ওয়্যারলেস টেকনিশিয়ান-৪, তত্ত্বাবধায়ক (সম্পত্তি)-১, লাইন নির্মাণ পরিদর্শক/ লাইন নির্মাণ ইন্সপেক্টর-৯, ওয়্যারলেরস অপারেটর-৩, কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী-৪, ডাটা এন্ট্রি অপারেটর-২, ভেহিক্যাল মেকানিক-১, জেনারেটর অপারেটর-১, ইকুইপমেন্ট মেকানিক-১ ও স্টোর হেলপার-৫।
পদের বিবরণ: